নোটিশ
Wellcome to our website...
  • +881673717834
  • srvice24.itfp@gmail.com
  • kuakataBangladesh
আদার্শ ক্লাব গঠন
মানবতার কল্যানে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে
সমাজকল্যান বন্ধু সংঘ।
একটি সেচ্ছাসেবি সংগঠন…..

সমাজকল্যান বন্ধু সংঘ এর কর্যএলাকা প্রাথমিকভাবে চাঁদপুর জেলায় সীমাবদ্ধ থাকবে, পরবতীতে নিবন্ধীকরন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমগ্র বাংলাদেশব্যাপি কর্যক্রম সম্প্রসারন করা হবে।

“সমাজকল্যান বন্ধু সংঘ বা সামাজিক সংগঠন”
ইংরেজীতে “” “Social Welfare Friends Association” নাম অভিহিত হবে।
সংস্থার স্লোগান হবে- শিক্ষা, সেবা, উন্নয়ন।
ইংরেজীতে – Education, services, development.
মাজকল্যান বন্ধু সংঘ বা সামাজিক সংগঠন, এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা হবে। ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক,দিনমজুর,প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হবে এবং সর্ব শ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে