বিসমিল্লাহির রাহমানির রাহিম”
চীনা দার্শনিক কনফুশিয়াস এর একটি মহামূল্যবান উক্তি দিয়েই লেখা শুরু করছি। He who wished to secure the good of others, has already securied his own. অর্থাৎ যে ব্যক্তি অন্যের কল্যানের ইচ্ছা পোষণ করে সে প্রকৃত প্রক্ষে নিজের কল্যানই নিশ্চিত করে। সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা পাওয়া যায়। সামাজিক সংগঠনগুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে ইতিবাচক গুণাবলী তৈরী হয়। মানুষের মধ্যে নেতৃত্ব-গুণ তৈরী হয়। দায়িত্বশীলতা বাড়ে, সামাজিক দায়বদ্ধতা বাড়ে। একজন সামাজিক সংগঠনের কর্মী গান আবৃত্তি কিছু যদি নাও জানে তবুও তিনি একজন সংগঠন না করা মানুষের চেয়ে আলাদা। প্রতিটি সামাজিক সংগঠনের মৌলিক বিষয় একই। সামাজিক সংগঠন সবার মতকে শ্রদ্ধ করা, সদস্য হিসেবে নিজ দায়িত্ব পালন করা, নিজেকে বিকশিত করা, একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হওয়া সহনশীল হওয়া, ইত্যাদি শেখায়। তাছাড়া সুনির্দিষ্ট কিছু মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে ও শিক্ষা দেয় সামাজিক সংগঠন। এখন মানুষ মানুষে যে অসহিষ্ণুতা, অস্থিরতা সামাজিক অবক্ষয় দেখা যায় এগুলো দূর করতে হলে সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক সুস্থতা আনা সম্ভব। নিজেকে একজন চৌকস মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে একজন উদার মানুষ হতে হলে প্রবাসীদের নিজ কর্মের পাশাপাশি একজন দেশের নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতায় কাজ করতে হবে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। সেজন্যই সমাজ সেবামূলক সংগঠন করতে হবে।
উন্নয়ন: আমরা মাত্র একবছর প্লাস স্বল্প সময়ে রাজৈর উপজেলাধীন ১১ইউনিয়ন ও একটি পৌরসভায় করোনার পেন্ডামিক টাইমে ত্রান ও শীতে বস্ত্র সহ অসংখ্য অসহায় ও দুস্থদের আর্থিক সহযোগীতা সহ শিক্ষার্থীদের বই,বাস্তহারা কে বাসস্থান নির্মান ও পানি ও নলকূপের ব্যবস্থা সহ সেবামূলক কাজ করেছি।
লক্ষ: রাজৈর প্রবাসী কল্যাণ সমিতি প্রধান কার্যালয়(মাদিহা প্লাজা,২য় তলা,সরকারি রাজৈর ডিগ্রি কলেজ রোড) এর মাধ্যমে আগামীতে সেবার মানে অগ্রগতি সহ কারিগরি শিক্ষা দেওয়া হবে।সংগঠনের নিজেস্ব অর্থায়নে বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল নির্মান সহ বৃদ্ধাশ্রম,ও মাদ্রাসা তৈরির পরিকল্পনা আছে।
আহবান: দুনিয়ার অস্থায়ী সম্পদ থেকে কিছু অর্থায়ন করে আখিরাতের পথ সুগম করতে রাজৈর উপজেলার সকল প্রবাসীদের আমাদের সাথে কাজ করার জন্য বিনীত অনুরোধ সহ দেশে বসবাসকারী রাজৈর উপজেলার সকল শ্রেনীর গন্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগীতা কামনা করছি।
শেখ নুরআলম রনি
সাধারণ সম্পাদক
রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি।